উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেরদৌসের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রোববার (২৫ মে) দুপুরে শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান তিনি।
এর আগে এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তখন জানান, বিশ্ববিদ্যালয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২০২৩ সেশন থেকে শুরু হলেও তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তৃতীয় ব্যাচের ভর্তির জন্য আন্দোলন চালিয়ে গেলেও আশ্বাস পাওয়া ছাড়া আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
 
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেরদৌস ইউজিসির সঙ্গে কথা বলে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে আমরণ অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থী আবুল বাশার বলেন, আমরা যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরণ অনশন শুরু করেছিলাম। তবে ভিসি স্যার আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। এজন্য অনশন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
 
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেরদৌস জানান, এখানে কিছু আইনি প্রক্রিয়া আছে, সেটা সমাধান হয়ে যাবে বলে মনে করছি। তারা অনশন করেছে শুনেছি। তাদের সঙ্গে কথা বললে আশা করি বিষয়টি তারা বুঝতে পারবে।

 
                   নাসির আহমেদ, গাজীপুর
                                                  নাসির আহমেদ, গাজীপুর
               
 
 
 
