লায়ন্স ক্লাবের ২৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীর একটি হোটেলে শুক্রবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর জন্য প্রতিবছরের মতো এবারও আয়োজিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের বার্ষিক সম্মেলন। শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে ক্লাবটির ২৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্ষিক এই সম্মেলনে লায়ন্স ইন্টারন্যাশনালের জেলা গভর্নর মো. আশরাফ হোসেইন খান হীরা বলেন, নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর পাশাপাশি বছর জুড়ে ক্লাবের উদ্যোগে সেবামূলক কাজগুলোকে স্বীকৃতি জানানো এই কনভেনশনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার গর্ভনর ও ক্লাবটির সদস্যরা উপস্থিত ছিলেন। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবটির বর্তমানে দেশ জুড়ে ৪৬০টি লায়ন্স রোটারী ক্লাব রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক