মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী গুরুতর আহত
 
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আঘাত পান। বর্তমানে তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, ট্রাকের ধাক্কা লাগার পর স্থানীয়রা প্রথমে ওই নারীকে মৃত ভেবেছিলেন। তবে কিছুক্ষণ পরেই তাকে ড্রাম ট্রাকের পেছন দিক থেকে আহত অবস্থায় বেরিয়ে আসতে দেখা যায়। পরে বাঘরা এলাকার তিন যুবক তাৎক্ষণিক আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেন। মানসিকভাবে অসুস্থ এবং নিজের পরিচয় জানাতে না পারা ওই নারী হাসপাতালে রয়েছেন।
মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানা থাকলে তাকে অতিসত্বর যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

 
                   মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)
                                                  মো. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ (শ্রীনগ-সিরাজদিখান-লৌহজং)
               
 
 
 
