নাফ নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদী থেকে ফের নৌকাসহ বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে হোয়াইক্যং উপজেলার সীমান্তে নাফ নদীর বগার দ্বীপ এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়।
অপহৃত জেলেরা হলেন—হোয়াইক্যংয়ের বালুখালি এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) একই এলাকার রশিদ আহমেদ ছেলে আবুল কালাম (৪০)।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফের হোয়াইক্যংয়ের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বলেন, ‘প্রতি দিনের মতো নৌকা নিয়ে দুই জেলে ওই এলাকায় মাছ ধরতে যায়। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর এখন জেনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)