খুলনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
          আওয়ামী লীগ নেতা ফিরোজ মোল্লা। ফাইল ছবি        
          খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে দিঘলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ফিরোজ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

                  
                                                  তোফাজ্জেল হোসেন, খুলনা (ফুলতলা-তেরখাদা-দিঘলিয়া)