বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে মাসুমা নামের এক পরীক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
পঞ্চমগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাসুমা। তার পরীক্ষার কেন্দ্র ছিল উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ।
গত বুধবার (৯ এপ্রিল) রাতে মাসুমার বাবা রাকিব আলী (৫০) নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেলে যাওয়ার পথে তিনি মারা যান।
মাসুমার নিকট আত্মীয়রা জানান, মাসুমা তার বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছে। আর সে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে অকৃতকার্য হবে। এজন্য বাবার মরদেহ বাড়িতে রেখে তাকে পরীক্ষার হলরুমে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান বলেন, ‘মাসুমার বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্র আমরা শিক্ষকবৃন্দ রাতেই তাদের বাড়িতে ছুটে যাই। মেয়েটি শোকাহত থাকায় প্রথম দিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়নি। আমরা সকালে তাকে পরীক্ষা কেন্দ্রে আত্মীয় স্বজনদের প্রচেষ্টায় নিয়ে যাই।

তৈয়বুর রহমান, সুনামগঞ্জ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)