কুড়িগ্রাম সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকায় একটি সড়ক পাকা করার কাজে বাধা দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। গতকাল রোববার দিনগত রাতে এই বাধা দেওয়ার ঘটনা ঘটে।
ভারতের ছোট গারালঝোড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই বাধা দেয় বলে জানা গেছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় দুই কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে কাঠগীর সীমান্ত পর্যন্ত প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার সড়ক পাকা করার কাজ শুরু হয়েছে। এই সড়কের কিছু অংশের উভয় পাশে ভারতীয় ভূখণ্ড রয়েছে। সড়কের ওই অংশ নোম্যান্সল্যান্ড থেকে যথেষ্ট দূরে। তবে সড়কের ওই অংশের উভয় পাশে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ছোট গারালঝোড়া ও বড় গারালঝোড়া এলাকা।
কাঠগীর এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য কোরবান আলী বাবু বলেন, রাতে সড়ক খোঁড়াখুঁড়ির সময় বিএসএফ বাধা দিয়েছে।
এলজিইডির ভুরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বিজিবির বরাত দিয়ে বলেন, বিএসএফের পক্ষ থেকে সীমান্তের কাছাকাছি ১৫০ গজে সড়ক নির্মাণ বাদ দিতে বলা হয়েছে।
কুড়িগ্রাম বিজিবির মিডিয়া সেল থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)