ঈদযাত্রায় মঙ্গলবার থেকে লঞ্চের বিশেষ ট্রিপ
 
ঈদযাত্রায় ঢাকা-বরিশাল, ঢাকা-ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চের আগাম টিকিট বিক্রি ও কেবিন বুকিং শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) থেকে এসব রুটে বিশেষ ট্রিপ চলবে। এসব রুটের লঞ্চ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণাঞ্চলের ঈদে ঘরমুখো মানুষের পছন্দের শীর্ষে ছিল লঞ্চ। তবে পদ্মা সেতুর কারণে গত কয়েক বছর এতে অনেকটাই ভাটা পড়েছে। যাত্রী ভাটা পড়লেও এই রুটে এখনো বিলাসবহুল লঞ্চ চলাচল করে। এবার ঈদযাত্রায় বরিশাল রুটে নতুন করে যুক্ত হচ্ছে এম খান-৭। এরই মধ্যে লঞ্চটির কয়েক দফা রিভার ট্রায়ালও শেষ হয়েছে।
এদিকে নিরাপত্তা নিশ্চিতে প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রাকালীন সময়ে নৌপথে বাল্কহেড চলবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
সুন্দরবন নেভিগেশন গ্রুপের বরিশাল অফিস থেকে বলা হয়, পদ্মা সেতু দিয়ে বেশি সংখ্যক যাত্রী ঢাকা-বরিশাল যাতায়াত করলেও বিলাসী ভ্রমণ ও সাচ্ছ্বন্দের কারণে কিছু যাত্রী আছে। তাদের নানাবিধ সুবিধা দিচ্ছি।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
