আগামী জাতীয় নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন। কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতা আছে, যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চায় না। তবে শিক্ষকরা যখন নির্বাচনের সময়ে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছুটেন বিশেষ সুবিধার জন্য।
শয়তান যত দিন থাকবে, তত দিন অপারেশন ডেভিল হান্ট অভিযান চলবে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষার প্রসার হয়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষকদের সম্মান করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যাপক ড. রসময় কীর্তনিয়া, আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ