বাসচাপায় নিরাপত্তাকর্মী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বাসে আগুন
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় বাসচাপায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল নামে একটি কারখানার নিরাপত্তাকর্মী মারা গেছে। এ খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং আজমিরি পরিবহণের চারটি বাসে আগুন ধরিয়ে দেয় কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয়রা।
আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা ইট পাটকেল ছুড়ে তাদেরকে আগুন নিভানোর কাজে বাধা দেয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথা মহাসড়ক অতিক্রম করছিলেন। এসময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঐ নিরাপত্তাকর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং পরিবহণের চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে করে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
নিহত মুন্নাফের মরদেহ টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস খুলে পানি দিবে এসময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ারসার্ভিস কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে।

নাসির আহমেদ, গাজীপুর