বৃক্ষ-প্রকৃতির অভিশাপেই পুড়ছে ঢাকা!
দ্রুত অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃতির অভিশাপেই ঢাকায় গরমের অনুভূতি বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। সেই সঙ্গে এসি-ফ্রিজের ব্যবহার, যানবাহনের আধিক্য, জনঘনত্ব আর ভয়ানক দূষণ চোখ রাঙাচ্ছে রাজধানীকে। সমস্যা সমাধানে নীতিমালার প্রয়োগ চান নগর বিশেষজ্ঞরা। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে এনটিভির ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব দেখুন ভিডিওতে।

এনটিভি অনলাইন ডেস্ক