ছুরিকাঘাতে গাড়ির হেলপার খুন, যুবক গ্রেপ্তার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিশকা গ্রামে মাসুম হত্যার অভিযোগে আটক প্রতিবেশী যুবক জহুরুল। ছবি : এনটিভি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিশকা গ্রামে মাসুম (৩৫) নামে এক গাড়ির হেলপারকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, মাসুমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রতিবেশী জহুরুল নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা এবং স্থানীয়রা জানায় মাসুমের প্রতিবেশী জহুরুল (২৪) নামে এক যুবকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুমকে ছুরিকাঘাত করেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনার পথে মারা যান।

আইয়ুব আলী, ময়মনসিংহ