হিলিতে বিজিবি-বিএসএফের বৈঠক
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হিলি সিপি ক্যাম্পে বৈঠকটি শুরু হয়।
সীমান্তে মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অনুপ্রবেশ রোধের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকটিতে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিনদার সিং।
এ ছাড়া উভয় বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিনদার সিংয়ের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলটি হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। এ সময় তাদের ফুল দিয়ে বিজিবির কর্মকর্তারা স্বাগত জানান।
বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার রোধ, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।’

জাহিদুল ইসলাম, হিলি