বিএনপির মহাসমাবেশ পণ্ড
টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড মেরে বিএনপির মহাসমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শনিবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে শুরু হওয়া সংঘর্ষ চলতে থাকে।
এক পর্যায়ে পুলিশ-বিজিবি ধাওয়া দিয়ে বিএনপি নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ কারণে সমাবেশ পণ্ড হয়ে গেছে। এদিকে, দলীয় কার্যালয়ের সামনে দেখা গেছে কোন নেতাকর্মী নেই। পুলিশ নয়াপল্টনে বিভিন্ন অলিগলিতে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে বের করে দেয় পুলিশ।
এদিকে আজ সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতালের ডাক দেন। এর আগে আজ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করে বিএনপি। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক