শুধু বড় কথায় ডেঙ্গু সংক্রমণ কমবে না : স্বাস্থ্যমন্ত্রী
 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে যথাযথ পদক্ষেপ না নিলে শুধু বড় বড় কথায় ডেঙ্গুর সংক্রমণ কমবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা। আমরা সেটা করছি। ডেঙ্গু প্রতিরোধের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। তারা সঠিক দায়িত্ব পালন করলে ডেঙ্গুর এ ভয়াবহ বিস্তার হতো না।’
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু নিধনে বছরজুড়ে কার্যক্রম হাতে নিতে হবে।’
মানিকগঞ্জ জেলার উদাহরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এক জেলার হাসপাতালেই ৫০০ রোগী। দেশে এক হাজার ১০০ মানুষ এ পর্যন্ত মারা গেছে, আড়াই লাখ মানুষ আক্রান্ত।’
যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তাদেরকে দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেরিতে আসলে কিছু করার থাকে না।’
জাহিদ মালেক বলেন, ‘লন্ডন ভিত্তিক এমআরসিপি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের ফাইনাল পার্ট এখন থেকে বাংলাদেশেই দেওয়া যাবে। প্রথম ও দ্বিতীয় পার্ট দেশেই চলমান। শুধু তৃতীয় পার্ট দেওয়ার জন্য প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশে যেতে হতো। এতে যাতায়াত ভোগান্তিসহ অনেক অর্থ ব্যয় হতো, সেই ভোগান্তি কমে আসবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবছর শতাধিক শিক্ষার্থী এমআরসিপি দিতে বিদেশে যান। প্রায় এক হাজার শিক্ষার্থী এমআরসিপি ডিগ্রি নেওয়ার অপেক্ষায় আছেন।’

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
