বিএনপির রাজবাড়ী-ফরিদপুর-শরীয়তপুর রোড মার্চ
সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে এ রোড মার্চ শুরু হবে।
এদিন রোড মার্চ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজবাড়ীতে হাজির হয়ে রোড মার্চের নেতৃত্ব দিচ্ছেন। রোড মার্চটি শেষ হবে শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আব্দুর রউফ স্টেডিয়ামে সমাবেশের মধ্য দিয়ে। রোড মার্চকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এতে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা।
বিএনপিনেতারা জানান, আওয়ামী সরকারের পতন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ রোর্ড মার্চ শুরু হয়েছে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে শুরু হয়ে ফরিদপুর-রাজবাড়ি বাইপাস সড়ক, ফরিদপুরের তালমা, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও মাদারীপুর জেলার টেকেরহাটে একটি করে পথসভা করে সর্বশেষ শরীয়তপুরে এসে রোড মার্চ শেষ হবে।
শরীয়তপুরে সমাপনী সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ সভাপতিত্ব করবেন এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার এ কে এম নাসির উদ্দিন কালু সঞ্চালনা করবেন।

                  
                                                  মো.আহসান হাবীব, রাজবাড়ী
              
                                                  এম. আর. মুর্তজা, মাদারীপুর