রাজধানীতে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার
 
রাজধানীতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে, মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান। আটক ব্যক্তিরা হলেন—মো. রুবেল ও মো. স্বপন। ডিবির দাবি, আটককৃতরা মাদক কারবারি।
সহকারী পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এরশাদুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বীকার করেছে আটককৃতরা। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এদিকে, আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
