রাতের ভোট আর সম্ভব নয় : কর্নেল অলি
 
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, আমরা এলডিপির পক্ষ থেকে সরকারকে বারবার সতর্ক করেছি যে, ২০১৪ এবং ২০১৮ বাংলাদেশে আর আসবে না, নিশিরাতের ভোট আর সম্ভব নয়। সমগ্র দেশবাসী দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধ পরিকর। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পূর্ব পান্থপথের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, ‘বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে রাজনীতি ধ্বংস করে দিয়েছে। অর্থনীতির বারোটা বাজানোর সেই চেষ্টা অব্যাহত রেখেছে। এবার তাদের বিদায় নিতে হবে।’ তিনি বলেন, ‘সরকার দুর্নীতিতে সেঞ্চুরি করেছে। এমনকি ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য বছরে ৩০০ কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু আমরা জলাবদ্ধতা থেকে রেহাই পাইনি। বড় প্রকল্পে বড় লুটতরাজ, এই প্রকল্পগুলোতে ৮০ শতাংশ লোক লাভবান হয়নি।’
এলডিপির এই নেতা আরও বলেন, ‘রিজার্ভ আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে, লক্ষ্মণ ভাল নয়। উদ্বেগের কারণ, প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে রিজার্ভ আছে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। ডিসেম্বর মাসে ঋণ পরিশোধ করতে হবে ১২ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রতিমাসে গড়ে দুই বিলিয়ন ডলারের নিচে। প্রতিমাসে বাণিজ্যিক ঘাটতি তিন থেকে এক বিলিয়ন ডলার। প্রতিমাসে পরিশোধ করতে হয় ০.৬৯ বিলিয়ন ডলার। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করেও ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। বড় গলায় গর্ব করে এই সরকার বলেছিল যে আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার। অর্ধেকের বেশি এই সরকারের ডাকাতেরা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। যথেষ্ট হয়েছে, এখন ক্ষমতার মোহ ত্যাগ করুন। আগামী ৩০ দিনের মধ্যে পদত্যাগ করে দেশের জনগণে স্বস্তিতে নিঃশ্বাস নিতে দিন।’
এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু প্রমুখ।

 
                   নিজস্ব সংবাদদাতা
                                                  নিজস্ব সংবাদদাতা
               
 
 
 
