মানিকগঞ্জে পুকুরে গোসলে নেমে যুবকের মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে হাফেজ মো. নুরুদ্দীন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি সাঁতার জানতেন না।
নিহত নুরুদ্দীন সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার কামতা গ্রামের মওলানা মাহবুবুর রহমানের ছোট ছেলে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছোট।
ঢাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দীন ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে গিয়েছিলেন। তিনি কোরআনে হাফেজ হয়েছে বলেও জানান নিহতের বাবা।
নিহতের বাবা জানান, দুপুরের পর স্থানীয় কিছু ছেলেমেয়ে তাকে জানায়, তার ছেলে পানিতে ডুবে গেছে। তিনি ঘটনাস্থলে গেলে দেখতে পান, স্থানীয় লোকজন ছেলেকে পুকুরের পাড়ে তুলেছে। পরবর্তীতে তাকে জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ নিয়ম অনুযায়ী সুরুতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ