পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তির অভিযোগ এনে পঞ্চগড় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সহসভাপতি মো. মিজানুর রহমান বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে মামলাটি করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী আবু মো. ইউনুস আলী লেলিন জানান, পঞ্চগড় আদালতের বিচারত মো. আদিব আলী মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় পাঁচজনকে স্বাক্ষী করা হয়েছে।
মামলার বাদী মো. মিজানুর রহমান জানান, আদালত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং তিনি সুবিচার পাবেন বলে আশা করেন।
এর আগেও একই অভিযোগে আরো কয়েকটি জায়গায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়