চুয়াডাঙ্গার স্কুলে মিড ডে মিল চালু
মিড ডে মিল কর্মসূচির উদ্বোধনী দিনে আজ বুধবার চুয়াডাঙ্গায় একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দেওয়া (মিড ডে মিল) কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের দৌলাতদিয়াড়ের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যক্রমের উদ্যোক্তা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
এ ধরনের মহৎ কাজের উদ্যোগ নেওয়ায় উদ্যোক্তা দিলীপ কুমার আগরওয়ালাকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
আপাতত স্কুলটিতে প্রতি সপ্তাহে একদিন ১৯২ জন শিক্ষার্থীর মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার আরো কয়েকটি স্কুলে একই কর্মসূচি শুরু করা হবে বলেও উদ্যোক্তার পক্ষ থেকে জানানো হয়।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা