চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে আজ জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে বারঘরিয়া চামাগ্রাম হে.না উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রাম হে.না উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শোভাযাত্রা ও মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বারঘরিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে মানববন্ধনে মিলিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক অভিভাবকরাও অংশ নেয়। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাইমুল ইসলাম, শিক্ষক শহীদ মনোয়ার, ইয়ানুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানান।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ