চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই সাংবাদিকসহ চারজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ।
আজ সোমবার জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশ নেয়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা জয়নাল আবেদিন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদের নেতা জহুরলাল এক্কা, কল্পনা মুর্মু, জগদিশ সরেন, কুটিল রাজোয়ারসহ অন্যরা।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী টি. ইসলাম ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জমি দখল করছে। আর এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে প্রথম আলোর সাংবাদিক আনোয়ার হেসেন দিলু ও দ্য রিপোর্টের সাংবাদিক আব্দুর রব নাহিদসহ আরো দুজনরে ওপর হামলা চালানো হয়। এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ