সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুসহ চারজনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশে হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদ, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আবদুল হান্নান, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু।
সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিদস্যুদের সন্ত্রাসী হামলায় আহত হন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক খোলা কাগজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আবদুর রব নাহিদসহ আরো দুজন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ