মনজুরের ব্যর্থতা তুলে ধরে প্রচারণায় ব্যস্ত নাছির
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, পাঁচলাইশসহ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে জনসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। ছবি : এনটিভি
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ব্যর্থতা তুলে ধরে নিজের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নাগরিক কমিটির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর আগ্রাবাদ, পাঁচলাইশসহ কয়েকটি এলাকায় জনসংযোগ করার সময় সাংবাদিকদের আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘উনি (মনজুর আলম) তো ব্যর্থ হয়েছেন। উনি তো পাঁচ বছর না তার আগেও দুই বছর ছিলেন। তার আগে মহিউদ্দিন ভাইয়ের আমলে নয়বার উনি ভারপ্রাপ্ত মেয়র ছিলেন এবং উনি প্রত্যেকটা ক্ষেত্রকে ধ্বংস করে দিয়ে গেছেন।’
তাই আগামীতে পরিবর্তনের জন্য ভোটাররা তাঁকে ভোট দেবেন এমন আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র প্রার্থী।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম