পারিবারিক কলহে গোমস্তাপুরে যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ফাইজুদ্দিন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
গতকাল রোববার মধ্যরাতে উপজেলার আলীনগর ইউনিয়নে মকরমপুর টেহুর গ্রামে এ ঘটনা ঘটে। ফাইজুদ্দিন গ্রামের আনারুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, নিহত ফাইজুদ্দীনের বাবা আনারুল ইসলাম দুটি বিয়ে করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর চাচাতো ভাই একই এলাকার আমীর হামজার (১৯) সঙ্গে ফাইজুদ্দীনের দ্বন্দ্ব ছিল।
‘ধারণা করা হচ্ছে, পারিবারিক এই দ্বন্দ্বের জের ধরে ফাইজুদ্দিনকে হত্যা করা হতে পারে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আমীর হামজার ঘনিষ্ঠ আল-আমীন নামে এক যুবককে আটক করেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও হত্যায় ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।’
ওসি আরো জানান, এ ঘটনায় ফাইজুদ্দিনের বাবা আনারুল ইসলাম আমীর হামজা ও আল-আমীনকে আসামি করে রাতেই গোমস্তাপুর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আমীর হামজা পলাতক।
আজ সোমবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ