পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ক্লাস বর্জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও ডিগ্রি পরীক্ষার সময় ৩০ মিনিট কমানোর প্রতিবাদে আজ চাঁপাইনবাবগঞ্জে ক্লাস বর্জন ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে কলেজের স্নাতক বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েশ শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আসিফ ইয়াসির, শহিদুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের তসিকুর রেজা খান তনু, উদ্ভিদবিদ্যা বিভাগের আবুল কালাম, বাংলা বিভাগের আব্দুল বারী। সমাবেশে অনার্স ও স্নাতক পরীক্ষার সময় কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত প্রত্যাহার করে চার ঘণ্টা পুনর্নির্ধারণ করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮৩তম একাডেমিক কাউন্সিলে পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ