চান্দিনায় ‘মানবতা’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘মানবতা’র উদ্যোগে আজ শনিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘মানবতা’র উদ্যোগে আজ শনিবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সকালে উপজেলার রেদোয়ান আহমেদ কলেজে ফিতা কেটে এর উদ্বোধন করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।
সংগঠনের এক তথ্যে জানা যায়, ২০১৪ সালের মে মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীর জন্য ১১৩ ব্যাগ রক্ত দান করা হয়। এ ছাড়া প্রায় এক হাজার ৩০০ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই কলেজের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, সহযোগী অধ্যাপক মফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জিব রঞ্জন ভৌমিক, সহকারী অধ্যাপক লতিফা আক্তার, প্রভাষক মো. রুহুল আমীন, সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

কাজী রাশেদ, চান্দিনা