সোনার নৌকা দিয়ে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা
কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক এমপি জাফর আলীকে সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে সোনার নৌকা দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ায় জাফর আলীকে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন স্বাগত জানান। সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে সদর উপজেলার সব ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে সোনার তৈরি একটি নৌকা উপহার দেওয়া হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মণ্ডল মঞ্জু, সহসভাপতি চাষী করিম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সিরাজুল ইসলাম টুকু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুড়িগ্রাম দারিদ্র্যপীড়িত একটি জেলা। এই জেলা নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ডিজিটাইজড ও আধুনিকায়ন করার জন্য অগ্রণী ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। এর আগে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জেলার সর্বস্তরের মানুষ।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম