চট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন মিয়াখান এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. নাছির উদ্দিন নামের এক যুবদলকর্মী খুন হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত নাছির চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও যুবদল নেতা মোর্শেদ খানের অনুসারী বলে স্থানীয়ভাবে জানা যায়। মোর্শেদ খান পক্ষের মধ্যে খোরশেদ ও নাছিরের দুটি উপ-গ্রুপ ছিল। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খোরশেদ ও নাছিরের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পঙ্কজ বড়ুয়া জানান, নাছির আজ বিকেলে মিয়া খান এলাকায় মোজাহেরুল উলুম মাদ্রাসার পাশের গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নাছিরকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, নিজেদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত মো. নাছির উদ্দিন ওরফে কাউয়া নাছিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় ১০টিরও বেশি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম