জেএসএস নেতাকে অপহরণের চেষ্টার অভিযোগ, আটক ৯
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা অপহরণের চেষ্টা করার অভিযোগে নয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার নানিয়ারচর উপজেলায় টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে নানিয়ারচর উপজেলা সদরের টিলাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে জেএসএসের (এমএন লারমা) উপজেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক জয় মঙ্গল চাকমাকে (৬৬) অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে একদল কিশোর। এ সময় স্থানীয়দের বাধার মুখে অপহরণ চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে অপহরণচেষ্টাকারী নয়জনকে আটক করে। আটক কিশোররা সবাই নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এদের সঙ্গে থাকা আরো তিনজন পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
নানিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র দেবনাথ জানিয়েছেন, জয়মঙ্গল চাকমা এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
জেএসএসের (এমএন লারমা) নানিয়ারচর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রূপম চাকমা এই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন।
পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি রিপন চাকমা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি একটি সাজানো নাটক। এই ঘটনার সঙ্গে ইউপিডিএফ বা পাহাড়ি ছাত্র পরিষদের কোনো সম্পর্ক নেই।

ফজলে এলাহী, রাঙামাটি