রাঙামাটিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ
রাঙামাটি সদর ও বিলাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা আজ বুধবার শপথ নিয়েছেন। ছবি : এনটিভি
রাঙামাটি সদর ও বিলাইছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ এবং ষষ্ঠ ধাপে গত ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে জেলার মোট ১০টি উপজেলার ৪৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মেয়াদ শেষ হওয়ায় আইনি বাধ্যবাধকতা থাকায় রাঙামাটির সদর উপজেলার ছয়টি এবং এবং বিলাইছড়ির উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সামসুল আরেফীন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথ পাঠ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে সংবিধানের প্রতি আনুগত্য রেখে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ফজলে এলাহী, রাঙামাটি