দিনাজপুরে হরতালে পাঁচটি ট্রাক ভাঙচুর
২০ দলীয় জোটের ডাকা লাগাতার হরতালের চতুর্থ দিনে আজ বুধবার দিনাজপুর শহরে পাঁচটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান বলেন, ‘আজ বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর শহরের বালুয়াডাংগা মোড়ে পাঁচটি ট্রাক ভাঙচুর করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় পুলিশ একজনকে আটক করে।’
এদিকে হরতালে দিনাজপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল করলেও সেখানে রয়েছে শিডিউল বিপর্যয়। ফলে ট্রেনের জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ফারুক হোসেন, দিনাজপুর