রাষ্ট্রপতির সচিবসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া একই প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম শামসুদ্দিন আজাদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিবের মর্যাদা দিয়ে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবাকে একই মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
অপর এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুস্তাক হাসান মো. ইফতেখারকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এম এ নোমান