উগ্রবাদীদের নিয়ে উগ্রবাদ প্রতিরোধ করা যাবে না
উগ্রবাদীদের সঙ্গে নিয়ে কোনো দিনও উগ্রবাদ প্রতিরোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে আজ ঠিক করতে হবে তাদের প্রধান টার্গেট কে—সাম্প্রদায়িক উগ্রবাদ, নাকি আওয়ামী লীগ। এ বিষয়টা আজকেই তাদের নির্ধারণ করতে হবে। তার পরেই তাদের মানসিকতার প্রকাশ ঘটবে।’
মন্ত্রী বিএনপির উদ্দেশে আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার যদি তাদের প্রধান টার্গেট হয়, তাহলে উগ্রবাদের বিরুদ্ধে যে বিবৃতি তারা দিচ্ছে, জাতীয় ঐক্যের কথা বলছে—এগুলো মূল্যহীন। তাহলে বিএনপি প্রকাশ্যে বলুক, তাদের প্রধান টার্গেট হচ্ছে উগ্রবাদ। আর উগ্রবাদীদের সঙ্গে নিয়ে উগ্রবাদ কোনো দিনও দমন করা যাবে না, প্রতিরোধও করা যাবে না।’
মহাসড়ক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী আফতাব হোসেনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা