চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৬০
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বিছানা না পেয়ে আজ শনিবারও বারান্দায় আশ্রয় নেন ডায়রিয়া আক্রান্ত রোগীরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন নতুন এলাকার আরো ৬০ জন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ৬০ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলিত সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে সাত শতাধিক মানুষ। সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে রোগীরা জায়গা নিয়েছেন হাসপাতালের বারান্দা এমনকি মূল ফটকের করিডরেও। প্রচুর রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকারা।
এদিকে, ডায়রিয়ার ব্যাপকতায় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না মর্মে অভিযোগ করেছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটি। আজ শনিবার সকালে কমিটির নেতারা চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ও পৌরসভার মেয়রের কাছে এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ