সুষ্ঠু নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ শনিবার চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন। বেলা ১১টা থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিইসি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের আইন মেনে দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীর প্রতি তাঁদের ঋণ পরিশোধের নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না।’
নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন নির্বাচন কমিশনার জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। তাঁরা প্রার্থীদের উদ্দেশে নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেন।
সভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন উদ্দিন, বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম, জাতীয় পার্টি সমর্থিত মো. সোলাইমান আলম শেঠসহ মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা বিভিন্ন অভিযোগ তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে থেকে সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানান। সেনাবাহিনী মোতায়েন করার ব্যাপারে সিইসি পরিষ্কার করে কিছু বলেননি।

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম