কমিশনারের মুখেও দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের কথা
আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাই ভালো বলে মনে করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত মন্তব্য করে আইন সংশোধনের ওপর জোর দিয়েছিলেন। গত ১ এপ্রিল সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকারের প্রতিটি স্তরে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া এবং তার মধ্য দিয়ে নির্বাচন করা জরুরি। এ ক্ষেত্রে আইনও সংশোধন করা জরুরি।’
আজ নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, ‘বড় দলগুলো যেভাবে নির্বাচনে জড়িয়ে পড়ছে এবং বাইরে থেকে তারা যেভাবে দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন দিচ্ছে, আমার মতে, এটা দলীয় নির্বাচন হলেও খারাপ হয় না, ভালোই হয়। পাশের দেশ ভারতেও স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হয়ে থাকে।’
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন বর্তমানে দলভিত্তিক প্রার্থিতা গ্রহণ করছে না, আইনেও তা নেই। কিন্তু দলগুলো প্রার্থীদের পেছন থেকে সমর্থন করছে। সবচেয়ে ভালো হয়, আইন সংশোধন করে সরাসরি সমর্থন দেওয়া। সরকার যদি এমন কোনো আইন করতে চায়, তবে তা কমিশনকে জানাতে হবে।
আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, যাঁরা নির্বাচনী কাজে অংশ নিচ্ছেন, তাঁদের সবাইকে অবশ্যই আচরণবিধি মানতে হবে। আচরণ বিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শাহনেওয়াজ বলেন, প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাজিস্ট্রেটরা আর্থিক জরিমানা করছেন। যেখানেই আচরণবিধি লঙ্ঘন হবে ইসি সেখানেই ব্যবস্থা নেবে। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপার ইসির যতটা শক্ত হওয়ার দরকার ততটাই হবে। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। যত দিন যাবে, ম্যাজিস্ট্রেটের সংখ্যাও ততই বাড়বে।
বার্তা সংস্থা বাসস জানায়, আগামী সপ্তাহে মাগুরা-১ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন জানায়।

অনলাইন ডেস্ক