নেতাদের শব্দসন্ত্রাস বোমার চেয়ে ভয়ঙ্কর : সেতুমন্ত্রী
রাজনৈতিক নেতারা ‘অতিকথনের’ মাধ্যমে যে ‘শব্দসন্ত্রাস’ সৃষ্টি করেন, তা বোমার চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় সড়ক পরিদর্শন ও রিক্সা গার্ড যন্ত্রের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণ ও ‘শব্দসন্ত্রাস’ বন্ধ করার আহ্বান জানান।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে টানাপড়েন আছে। রাজনীতিতে উঠানামা আছে, আলো-অন্ধকার আছে। এই দেখা যায় অন্ধকার, আবার পরেই আলো উঁকি দেয়। এ ছবি আমাদের দেশে থাকবেই। এটা বাস্তবতা। রাজনৈতিক দলগুলোর কর্তব্য সবাই যেন মডারেট ওয়েতে রাজনীতিকে দেখেন। সন্ত্রাসের দিক থেকে না দেখেন। এটাই দেশবাসী চায়।’
‘অনেক সময় আমাদের নেতারা অতি কথনের মাধ্যমে শব্দসন্ত্রাস করেন। এগুলো বোমার চেয়েও ভয়ঙ্কর। আমারা রাজনীতিবিদরা দায়িত্বশীল আচরণ করব, এটাই প্রত্যাশা’, যোগ করেন সেতুমন্ত্রী।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা