পুড়িয়ে মারা রাজনীতির ওপরই বদনাম : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে জনগণের জন্য রাজনীতি, সে জনগণকেই যদি পুড়িয়ে মারা হয়, তাহলে এটা তো পুরো রাজনীতির ওপরই একটা বদনাম দেওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে তিন মাস ধরে এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমরা আশা করি, এ ধরনের অবস্থা থেকে উত্তরণ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব।’
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও, মানুষের ক্ষতি করা, মানুষকে পুড়িয়ে মারা, সেই সাথে সাথে বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া দেশের জন্য দুর্ভাগ্য।’ তিনি বলেন, ‘কোনো রাজনীতিবিদ যার দেশের প্রতি এতটুকু দরদ আছে, ভালোবাসা আছে, মায়া আছে বা দেশের স্বার্থে যে রাজনীতি করে, সে কখনো এ ধরনের ধ্বংসাত্মক কাজ করতে পারে না।’
বর্তমান মেয়াদে ক্ষমতায় এসে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ খাত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দ্বিতীয়বারের মতো যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়টির কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, দেশের দ্রুত উন্নয়নের লক্ষ্যে সামগ্রিক উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে তাঁর সরকার। গত ছয় বছরে ৬৮টি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হয়েছে। একে অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে আমাদের আলো জ্বালাতে হবে। সেটা যেভাবেই হোক। অর্থাৎ আমাদের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধাটা পাবে এবং এর জন্য বহুমুখী পরিকল্পনা আমরা নিয়েছি।’ তিনি বলেন, ‘সোলার এনার্জিটাকে (সৌরশক্তি) আমার আরো বেশি কাজে লাগাতে হবে। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা সম্পদ। এই সম্পদটা জনগণের উন্নয়নকাজে আমরা ব্যাপকভাবে ব্যবহার করতে পারি।’
শেখ হাসিনা বলেন, পুরোনো বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় সেখানে নতুন যন্ত্রাংশ বসানো উচিত। এ সময় তিনি গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন এবং খনিতে মজুদ কয়লা কাজে লাগাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক