রেললাইনে বিকল কাভার্ডভ্যান, ট্রেন এসে দুমড়ে-মুচড়ে দিল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যান রেললাইনে বিকল হয়ে গেলে ট্রেন এসে সেটি দুমড়ে-মুচড়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালামপুর-বক্তারপুর সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের সহকারী চালক মো. তোফায়েল আহমেদ এনটিভি অনলাইনকে জানান, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খালি কাভার্ডভ্যানটি উপজেলার সুরিরচালার কারখানায় যাচ্ছিল। রেলক্রসিংয়ের ওপর উঠে সেটি বিকল হয়ে যায়। এ সময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানটিকে মাঝখানে সজোরে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানটি ট্রেনের সঙ্গে আটকে তিন থেকে চারশ গজ দূরে গিয়ে ছিটকে দুমড়ে-মুচড়ে পড়ে। এ সময় ট্রেনটিও থেমে যায়।
স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রেললাইন থেকে কাভার্ডভ্যানটি সরিয়ে নিলে দুপুর দেড়টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার পথে যাত্রা করে বলে জানান সহকারী চালক।
জয়দেবপুর জংশনের প্রধান স্টেশন মাস্টার শহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনার আগে চালক ও সহকারীরা কাভার্ডভ্যান থেকে নেমে পড়েছিলেন।

নাসির আহমেদ, গাজীপুর