বিশ্ব রক্তদাতা দিবসে ‘জীবন’-এর র্যালি
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাঙামাটি শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে পাহাড়ের প্রথম অনলাইনভিত্তিক ব্লাড ব্যাংক ‘জীবন’।
আজ মঙ্গলবার সকালে শহরের কাঁঠালতলীতে অবস্থিত চারুকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিতে রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা শাহজাহান, জীবনের সভাপতি আনোয়ারুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিসি সম্মেলন কক্ষে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ডিসি সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল্লাহ, জীবন সম্পাদক শহীদুল ইসলাম রাসেল।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের প্রথম অনলাইনভিত্তিক ব্লাড ব্যাংক জীবনের কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সাধারণত এই ধরনের সামাজিক কাজ করা সংগঠনগুলোর বেশির ভাগই প্রচারপ্রিয় হয়। কিন্তু জীবন নীরবে যেভাবে ব্যাপক এবং বিস্তৃত কাজ চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক।

ফজলে এলাহী, রাঙামাটি