রাজশাহীতে জুয়েলার্সে ডাকাতির ঘটনায় মামলা, লুট ১২০ ভরি সোনা
রাজশাহী মহানগরীর গণকপাড়ায় এম রায় জুয়েলার্সে ডাকাতির ঘটনায় খোয়া গেছে ১২০ ভরি স্বর্ণালংকার। এ ছাড়া এক লাখ ১০ হাজার নগদ টাকাও নিয়ে গেছে ডাকাতরা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ ৩০ হাজার টাকা।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঘটনার একদিন পর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে এ দাবি করেছেন জুয়েলার্সের কর্ণধার মনীশ রায়ের ছোট ভাই পাপ্পা রায়। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি ওয়ারলেস জাতীয় ডিভাইস উদ্ধার করা হয়েছে। মোবাইলের মতো দেখতে ওই ডিভাইসটি স্থানীয়রা কুড়িয়ে পেয়ে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার হাতে তুলে দেন। শুক্রবার সন্ধ্যায় সংসদ সদস্য নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন খানকে ডেকে সেটি তাঁর হাতে তুলে দেন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন জানান, ফেলে রেখে যাওয়া ওয়ারেলস দিয়ে ডাকাতদলের সদস্যরা তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করত বলে ধারণা করা হচ্ছে। মটোরোলা কোম্পানির দেখতে মোবাইলের মতো ওয়ারেলস-জাতীয় ওই ডিভাইসের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেটি মামলার সিজার লিস্টেও উল্লেখ করা হয়েছে। তবে সেখানে কোনো তথ্য রেকর্ড আছে কি না তা যাচাই করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘আমরা ডাকাতদের শনাক্ত করে খোয়া যাওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারের চেষ্টা করছি। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এখনো অব্যাহত আছে। এ ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম এলাকা গণকপাড়ায় একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে ১০-১৫ জন ডাকাত এম রায় জুয়েলার্সে ডাকাতি করে। এ সময় তারা দোকানমালিক মনীশ রায়কে ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে পথচারীসহ তিনজন আহত হয়।

শ. ম সাজু, রাজশাহী