সাম্প্রদায়িকতা দেশের বড় শত্রু : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আজ বৃহস্পতিবার বৈঠকে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
সাম্প্রদায়িকতা এখন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে একে মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত দলের আসন্ন জাতীয় কাউন্সিলের দপ্তর উপকমিটির বৈঠকে মন্ত্রী এ আহ্বান জানান।
বিএনপির রাজপথে নামার কোনো শক্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন নালিশনির্ভর দলে পরিণত হয়েছে।’ জুলাইয়ের ১০ ও ১১ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের কাউন্সিল সফল করার জন্য দপ্তর উপকমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে এর সব সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বানও জানান তিনি।
আগামী ৩০ মের মধ্যে কাউন্সিলরদের তালিকা পাঠাতে জেলা কমিটিগুলোকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয় বৈঠকে।

নিজস্ব প্রতিবেদক