পঞ্চগড়ে নদীতে ডুবে তাবলিগের সাথির মৃত্যু
পঞ্চগড়ে নদীতে ডুবে তাবলিগ জামাতের এক সাথির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার চাওয়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রাজু (১৬) ঢাকার মাটিকাটা সেনানিবাস এলাকার বাসিন্দা সেনাসদস্য মহসীন আলীর ছেলে। তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান এবার এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন বন্ধুর সঙ্গে স্থানীয় মসজিদের মাধ্যমে তাবলিগ জামাতের চিল্লায় বের হয়। সম্প্রতি তাবলিগের ওই দলটি জেলার সদর উপজেলার নুনিয়াপাড়া মসজিদে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আজ জুমার নামাজের প্রস্তুতির জন্য বন্ধুদের সঙ্গে গোসল করতে চাওয়াই নদীতে নামে মেহেদী। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। অনেক চেষ্টার পর অন্য বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়