চুয়াডাঙ্গায় বিআরটিএর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা জোরদারকরণ ও পেশাদার গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার শ্রীমন্ত টাউন হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল এ সেমিনার ও কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার পেশাদার চালক, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনার উপপরিচালক জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক শেখ আশরাকুর রহমান।
বক্তারা বলেন, যদি একটি দুর্ঘটনাও কমানো সম্ভব হয়, তাহলে আজকের এ আয়োজন সার্থক হবে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা