সুন্দরবনে ঘুরতে গেলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুরোনো ছবি
সুন্দরবন ও কুয়াকাটার পর্যটন স্থানগুলো পরিদর্শনে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে মংলা বন্দরের হিরণ পয়েন্টে পৌঁছান রাষ্ট্রপতি।
হিরণ পয়েন্টে নেমে সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এর আগে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন ও সুন্দরবন বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে।
সুন্দরবন ভ্রমণ শেষে আজ বিকেলেই পটুয়াখালী যাবেন রাষ্ট্রপতি। সেখানে নবনির্মিত পায়রা সমুদ্রবন্দর ও সাগরকন্যা কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন তিনি। রাতে সেখানেই অবস্থান করার কথা রয়েছে তার।

আবু হোসাইন সুমন, মোংলা