ঝিনাইদহে ‘ইয়াবাসহ’ একজন আটক
ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের বাড়ি থেকে আটক বকুল হোসেন (মধ্যে)। ছবি : এনটিভি
ঝিনাইদহে ৫৯৫টি ইয়াবা বড়িসহ একজনকে আটক করার দাবি করেছে র্যাব। আজ বুধবার বিকেল ৪টায় বকুল হোসেন নামের এক ব্যক্তিকে ওই ইয়াবাসহ আটক করা হয়।
র্যাবের ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি মো. রমজান আলী জানান, আটক মাদক ব্যবসায়ী বকুল হোসেনের (৩৩) বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামে। আজ বিকেলে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৯৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিজানুর রহমান, ঝিনাইদহ