শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ রোববার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ২১টি গুলি ছোড়ে। এ সময় ওই গ্রামের ছয়টি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও একটি পোলট্রি খামার লুট করা হয়েছে বলে জানা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের শেরপুর গ্রামের তোবারক আলী শেখ ও মাখন হোসেনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল, বল্লম, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পরিস্থিতি সামলাতে ২১টি রাবার ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালে শৈলকুপা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুনীল, কনস্টেবল মনজিল, মইন, মাজহারসহ অন্তত ১৫ জন আহত হয়।
এ সংঘর্ষে আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
এর ঘণ্টা দুয়েক পর শেরপুর গ্রামে সংঘর্ষ থেমে যায়। তবে সকালের ঘটনার জের ধরে দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী ভদ্রডাঙ্গি গ্রামে নতুন করে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

মিজানুর রহমান, ঝিনাইদহ