ফরিদপুরে ৩০ শিক্ষার্থী হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে
সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী গণমনস্তাত্বিক (হিস্টিরিয়া) রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া আরো কিছু শিক্ষার্থী এলাকায় থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অ্যাসেম্বলিতে দাঁড়ানোর সময় হঠাৎ করে মাথাব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করে। পরে তারা অসুস্থ হয়ে যায়। তাদের প্রথমে স্কুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুলের সহকারী শিক্ষক রতন কুমার গুহ চৌধুরী বলেন, ‘ক্লাস শুরুর আগে লাইনে দাঁড়ানোর সময় হঠাৎ কিছু শিক্ষার্থী মাথাব্যথা ও শ্বাসকষ্টের কথা জানায়। এরপর দেখা যায় এক এক করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের জরুরিভাবে হাসপাতালে নিয়ে আসি।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ইউছুফ আলী জানান, শিক্ষার্থীরা সবাই গণমনস্তাত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এই রোগ সাধারণত একজনের দেখাদেখি আরেকজনের হয়। এর আগে যারা এসেছিল তারা সবাই এখন ভালো আছে। আশা করছি, এরাও সবাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।
এর আগে গত সোম ও মঙ্গলবার একই ইউনিয়নের শিবরামপুর আরডি একাডেমিতে একই কারণে ৭৭ ছাত্রী অসুস্থ হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসার পর সবাই ভালো আছে।

সঞ্জিব দাস, ফরিদপুর